Weather: বর্ষা বিদায়ের আগাম সুখবর শোনাল হাওয়া অফিস
অবশেষে বর্ষা বিদায়ের আশ্বাসবাণী শোনালেন আবহাওয়াবিদরা।ধীরে ধীরে কাটবে দুর্যোগ, সরবে মেঘ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ পরিষ্কার থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে।আরও পড়ুনঃ নিজের ধর্মকে অবমাননা করা হয়েছে অন্যের ধর্মকে আঘাত করতে গিয়েআবহাওয়াবিদরা জানাচ্ছেন, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আবহাওয়া ধীরে ধীরে ঠিক হবে। তবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।গত কয়েক দিনে মেঘলা আকাশ থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। আগামী দুদিনে আবারও এই তাপমাত্রা ২ ডিগ্রি বাড়বে। রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় যেমন ছিল কম বেশি তেমনটা থাকলেও এর পর থেকে দু থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। এক কথায় বলা যায় শীতের হালকা আমেজ অনুভূত হবে । ২৩ অক্টোবরের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ থেকেই এবারের মত পাট চোকাবে বর্ষা। ২৬ অক্টোবর দেশের সমস্ত রাজ্য থেকেই বর্ষা বিদায়।